নাঈমের মৃত্যু: শান্তিনগর–কাকরাইলে ৩ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থী নাঈম হাসান নিহতের ঘটনায় বিচার ও নিরাপদ সড়কের দাবিতে শান্তিনগর ও কাকরাইল এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ। ঢাকা, ২৫ নভেম্বরছবি: দীপু মালাকার

গাড়িচাপায় নটর ডেম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাঈম হাসানের (১৭) মৃত্যুর ঘটনায় বিক্ষোভ মিছিল করছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ও মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ দুপুরের পর শান্তিনগর, কাকরাইল ও বেইলি রোড এলাকায় বিক্ষোভ মিছিল করে এই তিন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শিক্ষার্থী নাঈম হাসান নিহতের ঘটনায় বিচার ও নিরাপদ সড়কের দাবিতে শান্তিনগর ও কাকরাইল এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ। ঢাকা, ২৫ নভেম্বর
ছবি: দীপু মালাকার

আজ বেলা দেড়টার দিকে তিন প্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী প্রথমে শান্তিনগর মোড়ে জড়ো হয়। এ সময় যান চলাচল ব্যাহত হয়। পরে শিক্ষার্থীরা শান্তিনগর মোড়ে থেকে কাকরাইলের রাজমণি সিনেমা হল মোড় এলাকায় যায়। সেখানে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেয়। শিক্ষার্থীরা সড়কে তিন–চার মিনিট থাকার পর পুলিশ সদস্যরা তাদের বুঝিয়ে কাকরাইল মোড়ের দিকে পাঠিয়ে দেয়। শিক্ষার্থীদের মিছিলটি পরে কাকরাইল মোড় থেকে রমনা-মগবাজার সড়ক হয়ে বেইলি রোডের দিকে যায়।

মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ইশতিয়াক বলে, ‘নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় আমরা সুষ্ঠু তদন্ত চাই। দোষী ব্যক্তির শাস্তি চাই। সড়ক দুর্ঘটনায় আর কোনো মায়ের কোল যাতে খালি না হয়, সেটা নিশ্চিত করতে হবে।’

আরও পড়ুন
আরও পড়ুন