প্রশিক্ষণ কর্মশালা

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে করণীয় সম্পর্কে স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে স্বেচ্ছাসেবীদের প্রাকৃতিক দুর্যোগে করণীয় সম্পর্কে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৫০ জন স্বেচ্ছাসেবী অংশ নিচ্ছেন।  প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা-৪ জোনের উপসহকারী পরিচালক আনোয়ার হোসেন, ফায়ার সার্ভিস কেরানীগঞ্জের স্টেশন কর্মকর্তা মঞ্জুরুল হাসান প্রমুখ।