বছিলায় ৭৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা ব্রিজের কাছ থেকে ছদ্মবেশে মাদক পাচার করার সময় ৭ হাজার ৭০০ ইয়াবা বড়িসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব দাবি করছে, গ্রেপ্তার ব্যক্তিরা মাদক কারবারি।
র্যাব সূত্র জানায়, র্যাব-২-এর একটি দল আজ বুধবার সকালে অভিযান চালিয়ে ইয়াবাসহ এই পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করে। র্যাব সদর দপ্তর থেকে খুদে বার্তা পাঠিয়ে বলা হয়, এ ব্যাপারে আজ বেলা তিনটায় কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।