বাসের ধাক্কায় মায়ের মৃত্যু, মেয়ে হাসপাতালে

লাশ
প্রতীকী ছবি

রাজধানীর ওয়ারীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। স্কুলপড়ুয়া মেয়েকে নিয়ে বাসায় ফেরার পথে ওই নারীর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, সোমবার দুপুরে মেয়ে মরিয়ম রুহিকে (৮) নিয়ে রিকশায় করে স্থানীয় কামরুন্নেসা গার্লস হাই স্কুল থেকে ফিরছিলেন মা রাফিকা পাঠান (২৭)।

এ সময় গুলিস্তানগামী আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস রিকশাটিকে ধাক্কা দিলে মা-মেয়ে আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাফিকাকে মৃত ঘোষণা করেন।
নিহতের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার ঘিওরে। তাঁর স্বামীর নাম আবু সুফিয়ান পাভেল।

ওয়ারী থানার উপপরিদর্শক মো. সাজ্জাদ হোসেন বলেন, চালকসহ দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) মর্গে পাঠানো হয়েছে।

নিহতের আত্মীয় শামীম পারভেজ বলেন, মেয়েকে নিয়ে স্কুল থেকে রিকশা করে ওয়ারীর সেলিম টাওয়ার লালচান মুকিম লেনের বাসায় ফিরছিলেন রাফিকা পাঠান। বাসের ধাক্কায় রিকশা থেকে ছিটকে তাঁর মৃত্যু হয়।