বিমানবন্দরে পোঁতা ছিল ২৫০ কেজি ওজনের বোমাটি
ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের জন্য মাটি খোঁড়ার সময় আজ বুধবার সকালে আড়াই শ কেজি ওজনের একটি বোমা উদ্ধার করা হয়েছে।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. শহিদুল্লাহ আজ বিকেলে প্রথম আলোকে বলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) তত্ত্বাবধানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের কাজ চলছে। আজ সকাল সাড়ে আটটার দিকে মাটি খোঁড়ার সময় শ্রমিকেরা ২৫০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বোমা পান।
বিমানবন্দরে কর্মরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কর্মকর্তা বলেন, উদ্ধার করা বোমাটি ৮-১০ ফুট মাটির নিচে ছিল। এটি অনেক আগের। বোমাটি বিমানবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
দুপুরের দিকে বিমানবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল বোমাটি ময়মনসিংহের রসুলপুর রেঞ্জে নিয়ে গেছে। সেখানেই বোমাটি তাজা না নিষ্ক্রিয়, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।