ব্যাকরণ না মানা চিত্রকর্ম ‘নামের নকশা’
প্রাতিষ্ঠানিক শিল্পচর্চায় যে ব্যাকরণ মেনে চিত্রশিল্প তৈরি হয়, তার বিপরীতে অবস্থান করছেন শিল্পী শামসেত তাবরেজী। প্রচলিত ড্রয়িংয়ের নিয়ম বা আলো–ছায়ার যথাযথ ব্যবহার ইত্যাদির কোনো প্রাতিষ্ঠানিক চিহ্ন নেই তাঁর চিত্রকর্মে। এটাই তাঁর বিশেষত্ব।
গতকাল শুক্রবার ‘শিল্পীর সঙ্গে আলাপচারিতা’ শিরোনামের অনুষ্ঠানে শিল্পী শামসেত তাবরেজীকে এভাবেই পরিচয় করিয়ে দেওয়া হয়।
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে অবস্থিত কলাকেন্দ্রে শিল্পী শামসেত তাবরেজীর ৬৫টি চিত্রকর্ম নিয়ে ‘নামের নকশা’ শিরোনামে চিত্র প্রদর্শনী চলছে। এ উপলক্ষে গতকালের ওই অনুষ্ঠানে ‘শামসেত তাবরেজী’ শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।
নিসার হোসেন বলেন, শামসেত তাবরেজী কলাতাত্ত্বিক শিল্পভাষার বেড়াজালে আবদ্ধ নন। তিনি ক্যানভাসে নির্দ্বিধায় মনের ভাব প্রকাশ করছেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস চৌধুরী, কলাকেন্দ্রের পরিচালক ওয়াকিলুর রহমান। ‘শিল্পীর সঙ্গে আলাপচারিতা’ পর্বটি উপস্থাপনা করেন প্রদর্শনীর কিউরেটর সিলভিয়া নাজনীন।