ভয়াবহ গাড়ি দুর্ঘটনা থেকে প্রাণে বাঁচলেন ‘নেটওয়ার্কের বাইরে’র অভিনয়শিল্পীরা

গুলশান এভিনিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির।
প্রথম আলো

ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব চলচ্চিত্রের চার অভিনয়শিল্পীসহ পাঁচজন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটায় রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে দুর্ঘটনাটি ঘটে। শিল্পীদের বহন করা ব্যক্তিগত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেলে গাড়ির সামনের অংশ পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়।

বা থেকে: অভিনয়শিল্পী খায়রুল বাশার, নাফিজা তুষি, শরিফুল রাজ ও জোনায়েদ বোগদাদি।
সংগৃহীত

আহতদের তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থলের কাছাকাছি ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রথম আলোকে দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গুলশান থানা–পুলিশ।

আহত অভিনয়শিল্পীরা হলেন, শরিফুল রাজ, নাজিফা তুষি, খায়রুল বাশার এবং জোনায়েদ বোগদাদী। এ ছাড়া ওই গাড়িতে শরিফুল রাজের বন্ধু নাফিজও ছিলেন।

আহত শিল্পীরা সম্প্রতি চরকিতে প্রদর্শিত ‘নেটওয়ার্কের বাইরে’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। দর্শকপ্রিয়তা পাওয়া চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান।

জানা গেছে, গাড়িতে থাকা ৫ জনের তিনজন সামান্য আঘাত পেয়েছেন। জোনায়েদ বোগদাদি ও নাফিজকে হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের দায়িত্বরতরা বলছেন, দুজনের অবস্থার উন্নতি হয়েছে। দুজনেরই জ্ঞান আছে। কথা বলতে পারছেন।