মারামারির ভিডিও করায় সংবাদকর্মীর দিকে তেড়ে গেলেন ছাত্রলীগ নেতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি)।
ফাইল ছবি

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের শোভাযাত্রায় অংশ নিতে আসা ছাত্রলীগের নেতা–কর্মীরা মারামারিতে জড়িয়েছেন। এই মারামারির ভিডিও ধারণ করতে গিয়ে এক ছাত্রলীগ নেতার তোপের মুখে পড়েছেন একজন সংবাদকর্মী।

আজ মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ঢাকা ইউনিভার্সিটি স্ন্যাকসের (ডাস) সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সংবাদকর্মী শাফাত রহমান বাংলাদেশ টাইমস নামের একটি অনলাইন পোর্টালে কর্মরত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাঁর সঙ্গে দুর্ব্যবহারে অভিযুক্ত ছাত্রলীগ নেতা সংগঠনটির কেন্দ্রীয় কমিটির স্কুলছাত্রবিষয়ক সম্পাদক পুতুল চন্দ্র রায়।

এ ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রথম আলোর এই প্রতিনিধির কাছে রয়েছে। ওই ভিডিও ফুটেজে দেখা গেছে, পুতুল চন্দ্র রায় শাফাত রহমানের দিকে তেড়ে যাচ্ছেন।

এর একপর্যায়ে ছাত্রলীগের সহসভাপতি তৌহিদুল ইসলাম চৌধুরী ওরফে জহির শাফাতকে এক পাশে নিয়ে এসে ঘটনার সমঝোতার চেষ্টা করেন। তবে তখনো পেছন থেকে পুতুল শাফাতকে গালিগালাজ করছিলেন। এ সময় শাফাত পুতুলকে বলেন, ‘আপনি এভাবে বিহেভ (আচরণ) করছেন কেন?’ জবাবে পুতুল বলেন, ‘ও (শাফাত) আমারে কী করবে?’

ঘটনার বিষয়ে শাফাত রহমান প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের শোভাযাত্রাটি মধুর ক্যানটিন থেকে টিএসসি পৌঁছালে ডাসের সামনে ছাত্রলীগের কয়েকজন কর্মী সংঘর্ষে জড়ান। আমি মুঠোফোনে ওই ঘটনার ভিডিও ধারণ করতে গেলে পুতুল চন্দ্র রায় আমাকে মারতে উদ্যত হন এবং গালিগালাজ করেন। পরে তাঁর সঙ্গে থাকা কয়েকজন আমাকে সরিয়ে নিতে চাইলে তিনি তখনো আমাকে হুমকি দিতে থাকেন।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পুতুল চন্দ্র রায় বলেন, ‘ডাসের সামনে কিছু জুনিয়রের মধ্যে ধাক্কাধাক্কি হচ্ছিল। আমরা গিয়ে তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করি। এ সময় কয়েকজন মুঠোফোনে ভিডিও করছিল। আমি তখন তাঁদের বলি, “তোমাদের কি কমন সেন্স নেই যে ভিডিও করছ?” তখন ওই ছেলেটি আমাকে বলে, “আপনি কে?” সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। সবাই জানে আমি কেমন।’