মালিবাগে ট্রেনের ধাক্কায় নারী নিহত
রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় শেফালী বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মালিবাগ রেলগেট এলাকায় রেললাইন পার হওয়ার সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় ওই নারী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, শেফালী বেগম মগবাজার কমিউনিটি হাসপাতালের আয়া পদে চাকরি করতেন। রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জের সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ায়। স্বামীর নাম লিয়াকত আলী।
শেফালী বেগমের মেয়ে হালিমা খাতুন হাসপাতালে আহাজারি করতে করতে বলেন, ‘অপেক্ষায় ছিলাম মা অফিস থেকে ফিরলে একসঙ্গে খাব। কিন্তু একসঙ্গে আর খাওয়া হলো না।’
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর খিলগাঁওয়ে রেললাইনে ট্রেনের ধাক্কায় আশিক হোসেন নামের এক কিশোরের মৃত্যু হয়েছিল।