যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে রিকশাচালকের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে মো. জালাল (৪০) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
শনিবার রাত পৌনে আটটায় যাত্রাবাড়ীর শনির আখড়া গোবিন্দপুরে এই দুর্ঘটনা ঘটে।
জালালের ভাগনে মো. আলামিন জানান, জালাল ব্যাটারিচালিত রিকশা চালাতেন।
রিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, জালালের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, জালাল পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার রেজাউল করিমের ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি শনির আখড়ার গোবিন্দপুরে গ্যারেজের পাশে পরিবার নিয়ে থাকতেন।