রমনার বটমূলে বোমা হামলা মামলায় আরও একজনের সাক্ষ্য
রমনার বটমূলে বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলায় আরও একজন সাক্ষ্য দিয়েছেন। গতকাল মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক কানিজ আকতার নাসরিনা খানম সাক্ষ্য গ্রহণ করেন। আদালত আগামী রোববার পরবর্তী সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।গতকাল সাক্ষ্য দেন রমনা থানার তত্কালীন উপপরিদর্শক (এসআই) আহসান হাবিব। এ নিয়ে এ মামলায় বাদীসহ ৩৩ জন সাক্ষ্য দিলেন। সাক্ষ্য গ্রহণ উপলক্ষে দুপুর আড়াইটার দিকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামীর (হুজি) নেতা মুফতি আবদুল হান্নান, মাওলানা আবু তাহের, মাওলানা আবদুর রউফ, আরিফ হাসান ও শাহাদাত হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আসামি মাওলানা আকবর হোসাইনও আদালতে হাজির ছিলেন।২০০১ সালের ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত ও অন্তত ১১ জন আহত এবং পঙ্গু হন। ওই ঘটনায় করা দুটি মামলায়ই মুফতি হান্নানসহ হুজির ১৪ নেতা-কর্মীকে আসামি করা হয়। বিগত চারদলীয় জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজ উদ্দিনসহ আট আসামি পলাতক রয়েছেন। একই ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন রয়েছে।