রাজধানীতে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় গাড়িচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ইউসুফ মিয়া (২০)। তাঁর বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে। বাবার নাম আনসার মিয়া।

পাঁচ ভাইয়ের মধ্যে ইউসুফ ছিলেন দ্বিতীয়। তিনি রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের একটি মেসে থাকতেন। পাঁচ ভাইয়ের মধ্যে ইউসুফ ছিলেন দ্বিতীয়।

পুলিশ জানায়, বিমানবন্দর-সংলগ্ন পথচারী পারাপার সেতুর নিচে একটি গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী ইউসুফ নিহত হন।

চাচাতো ভাই রবিন মিয়া জানান, ইউসুফ রাইড শেয়ারিং অ্যাপে মোটরসাইকেল চালাতেন। গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে তিনি মোটরসাইকেলে করে উত্তরায় ফিরছিলেন। বিমানবন্দর–সংলগ্ন পথচারী পারাপার সেতুর নিচে পৌঁছালে একটি গাড়ি তাঁকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে ইউসুফ গুরুতরভাবে আহত হন। তাঁকে উদ্ধার করে রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ঘটনা সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বলেন, ইউসুফকে চাপা দেওয়া গাড়িটি এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি।

ময়নাতদন্তের জন্য ইউসুফের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলে জানায় পুলিশ।