রাজধানীতে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি দোতলা ভবনের ছাদ থেকে পড়ে মো. বাপ্পি (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে এ ঘটনা ঘটে।
উত্তর যাত্রাবাড়ীর ইসলামিয়া হাসপাতালের গলিতে পরিবারের সঙ্গে থাকত বাপ্পি। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়। তাদের গ্রামের বাড়ি ভোলা দৌলতখান উপজেলায়।
পুলিশ সূত্রে জানা যায়, ভবনের ছাদে অন্য শিশুদের সঙ্গে খেলার সময় নিচে পড়ে যায় বাপ্পি। তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে বিকেল চারটার দিকে চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশু বাপ্পির মা হোসনে আরা বেগম বলেন, তিনি বাসায় কাজ করছিলেন। খাবার খেয়ে খেলতে যায় বাপ্পি। এরপরই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।