রাজধানীতে বৃহস্পতিবার ও বুধবার রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তি প্রাণ হারিয়েছেন। তাঁরা হলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী মনির হোসেন (৫৩) ও নির্মাণশ্রমিক ইব্রাহিম গাজী (৪০)।
সরকারি রেলওয়ে থানার (জিআরপি-ঢাকা) বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাকলায়েন বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, আজ সকাল পৌনে আটটার দিকে উত্তরার ৪ নম্বর সেক্টরের ফরিদ মার্কেটের সামনে রেললাইন পার হয়ে কর্মস্থলে যাওয়ার সময় চলন্ত একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন মনির হোসেন।
ট্রেনটি কমলাপুরের উদ্দেশে যাচ্ছিল। তিনি সপরিবার উত্তরার আজমপুর কাঁচাবাজার এলাকায় থাকতেন। তাঁর বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সানেরটকিতে।
এর আগে বুধবার রাতে কুড়িল বিশ্বরোড এলাকার পদচারী–সেতুর নিচের রেললাইন পার হওয়ার সময় চলন্ত একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ইব্রাহিম হোসেন।
তিনি সপরিবার খিলক্ষেতে থাকতেন। পরে জিআরপি থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। তাঁর বাড়ি খুলনার দাকোপ উপজেলার নলিয়ানে। তাঁর বাবার নাম মুসা গাজী।