রাজধানীতে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, গ্রেপ্তার ২

গ্রেপ্তার
প্রতীকী ছবি

দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের নামে নকল প্রসাধনী পণ্য তৈরি ও বাজারজাত করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাজধানীর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন মো. রমজান ও মো. সুজন মিয়া।

ডিবির লালবাগ বিভাগের সহকারী কমিশনার মো. ফজলুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, চকবাজারের ১-২ যাদব দাস লেনের একটি ভবনে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের নামে নকল প্রসাধনী তৈরি হচ্ছে। পরে এগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হচ্ছে। অভিযানে ৩০ কার্টন নকল প্রসাধনী উদ্ধার করা হয়।

ফজলুর রহমান বলেন, নকল প্রসাধনী তৈরির ওই কারখানায় কোনো কেমিস্ট ও ল্যাব নেই। এসব প্রসাধনী তৈরির কোনো বৈধ কাগজপত্রও দেখাতে পারেনি তারা।

কারখানায় যেসব প্রসাধনী তৈরি করা হচ্ছিল, অধিকাংশই শিশুদের জন্য। দুই ব্যক্তির বিরুদ্ধে চকবাজার মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।