রাজধানীতে মাইক্রোবাসের চাপায় পরিচ্ছন্নতাকর্মী নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর কাকরাইলে গতকাল বুধবার মধ্যরাতে মাইক্রোবাসের চাপায় গোলাম নবী (৪৭) নামের একজন নিহত হয়েছেন। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে বলেন, বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে মনিরুল কাকরাইলের তমা টাওয়ারের সামনে সড়ক বিভাজকের কাছে ময়লা পরিষ্কার করছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি মাইক্রোবাস তাঁকে চাপা দিয়ে চলে যায়। তাঁর সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত দেড়টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে মনিরুল কাকরাইলের তমা টাওয়ারের সামনে সড়ক বিভাজকের কাছে ময়লা পরিষ্কার করছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি মাইক্রোবাস তাঁকে চাপা দিয়ে চলে যায়।

ওসি জানান, চালক ও মাইক্রোবাসটি আটক করা যায়নি। গোলাম নবীর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।