রাজধানীর যে রুটে বিকেলে উল্টো রথযাত্রা
সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা আজ শুক্রবার বেলা ৩টায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হবে। এই উল্টো রথযাত্রা ঘিরে যান চলাচল ও যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির নির্দেশিত রুট হলো রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে পলাশী মোড়-ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য মোড়-জগন্নাথ হল-কেন্দ্রীয় শহীদ মিনার-রমনা চত্বর-দোয়েল চত্বর-হাইকোর্ট মাজার গেট মোড়-সরকারি কর্মচারী হাসপাতাল-পুলিশ হেডকোয়ার্টার্স-গোলাপ শাহ মাজার-গুলিস্তান-রাজউক ক্রসিং-বক চত্বর-শাপলা চত্বর-ইত্তেফাক মোড়-হাটখোলা মোড়-রাজধানী মার্কেট ক্রসিং বামে মোড়-দয়াগঞ্জ ট্রাক স্ট্যান্ড ক্রসিং ডানে মোড়–ইসকন মন্দির হয়ে স্বামীবাগে শেষ হবে।
এর আগে ১ জুলাই রাজধানীসহ সারা দেশে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হচ্ছে। হিন্দুধর্মমত ও রীতি অনুসারে অবতার জগন্নাথ, বলরাম ও বোন সুভদ্রা—এই ত্রিমূর্তিধারীর রথ টেনে শোভাযাত্রা বের হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তাঁর অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয়। জীবরূপে তাঁকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।