রাস্তায় ‘অস্ত্র ঠেকিয়ে ছিনতাই’ করতেন তিনি
রাজধানীর শাহ আলী থানা এলাকায় অস্ত্রের মুখে ছিনতাই করে আসছিল একটি চক্র। মঙ্গলবার স্থানীয় গড়ান চটবাড়ি এলাকা থেকে এ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার প্রথম আলোকে এসব তথ্য জানান, শাহ আলী থানার ওসি আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম ফয়সাল আহম্মেদ (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ওসি আসাদুজ্জামানের নেতৃত্বে গড়ান চটবাড়ি এলাকার মণ্ডল মহলের সামনের মাঠে অভিযান চালিয়ে ফয়সালকে আটক করে পুলিশ। তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চারটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় ছিনতাইকারী চক্রের প্রধান বাবু পালিয়ে যান।
এ ঘটনায় শাহ আলী থানায় ফয়সাল ও বাবুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে পুলিশ। মঙ্গলবার ওই মামলায় তিন দিনের রিমান্ড চেয়ে ফয়সালকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
ফয়সালের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, বাবুর নেতৃত্বে ছিনতাইকারী চক্রের সদস্যরা গড়ান চটবাড়ি এলাকায় যানবাহন ও পথচারীদের থামিয়ে অস্ত্রের মুখে টাকা ও মালামাল কেড়ে নিতেন। ফয়সালের তথ্যের ভিত্তিতে চক্রের আরও কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, ফয়সালের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে রাজধানীর ভাষানটেক থানায় দুটি ও পল্লবী থানায় একটি মামলা রয়েছে। রিমান্ড শেষে বৃহস্পতিবার ফয়সালকে সিএমএম আদালতে হাজির করা হবে।