রোজিনার শর্তহীন মুক্তি দাবি জবি সাংবাদিকদের

ফাইল ছবি

পেশাগত দায়িত্ব পালন ও তথ্য সংগ্রহের সময় সাংবাদিক রোজিনা ইসলামের ওপর হামলায় উদ্বেগ জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকেরা। তাঁরা অবিলম্বে রোজিনা ইসলামের শর্তহীন মুক্তি দাবি করেছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আহ্বায়ক লতিফুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং তাঁকে নির্যাতন ও হয়রানির সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা এক বিবৃতিতে বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের লাগামহীন দুর্নীতি, নিয়োগে অনিয়ম, করোনাকালীন দুর্নীতিসহ সার্বিক অব্যবস্থাপনা নিয়ে সাংবাদিক রোজিনা ইসলাম যে সংবাদগুলো প্রকাশ করেছেন, তার কারণেই তিনি এ ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, সংবাদকর্মীদের ওপর এ রকম নির্মম ও ন্যক্কারজনক হয়রানি গণতান্ত্রিক রাষ্ট্রের মারমুখী রূপ। এর মাধ্যমে বাক্‌স্বাধীনতার পথ রুদ্ধ ও সংবাদমাধ্যমের ওপর ছড়ি ঘোরানোর পাঁয়তারা করছেন একশ্রেণির আমলা।