রোহিঙ্গাদের জীবনযাত্রা নিয়ে ‘আমরা রোহিঙ্গা’ আলোকচিত্র প্রদর্শনী শুরু

আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখছেন এক দর্শনার্থী

বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে ‘আমরা রোহিঙ্গা’ শিরোনামে তিন সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংগঠন ইউএনএইচসিআর ও মুক্তিযুদ্ধ জাদুঘর যৌথভাবে এ আয়োজন করেছে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শনীর উদ্বোধন হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়েছে। এতে বলা হয়েছে, কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের অভ্যন্তরীণ জীবন নিয়ে ১০ জন রোহিঙ্গা আলোকচিত্রীর তোলা ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে। এসব ছবিতে রোহিঙ্গা শিবিরের অভ্যন্তরীণ জীবন ফুটে উঠেছে। প্রদর্শনীতে স্থান পাওয়া ছবিতে মিয়ানমারে সহিংসতা ও নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে আরও কাছ থেকে দেখার সুযোগ তৈরি করেছে।

প্রদর্শনীটি তত্ত্বাবধান করছেন ডেভিড পালাজন ও আমেনা খাতুন। এতে রোহিঙ্গাবিষয়ক ৫০টি আলোকচিত্রে তাঁদের দুঃখ, কষ্ট ও ভালোবাসা তুলে ধরা হয়েছে।

রোহিঙ্গাবিষয়ক আলোকচিত্রের পাশাপাশি মুক্তিযুদ্ধ জাদুঘরের আর্কাইভ থেকে ১১টি আলোকচিত্র প্রদর্শনীতে সংযুক্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকালীন বাঙালি শরণার্থীদের জীবনযাত্রার গল্প উঠে এসেছে।

আগামী ৭ জুলাই পর্যন্ত মুক্তিযুদ্ধ জাদুঘরের অস্থায়ী প্রদর্শনী কক্ষে তা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।