শিক্ষার্থীদের ইটপাটকেল, পুলিশের কাঁদানে গ্যাস

নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়
ছবি: তানভীর আহম্মেদ

ঢাকা কলেজের সামনের ফটক থেকে বেরিয়ে রাস্তায় এসে আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে ইটপাটকেল ছুড়ছেন শিক্ষার্থীরা। পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে থেমে থেমে কাঁদানে গ্যাস ছুড়ছে। রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও চন্দ্রিমা মার্কেটের সামনে পুলিশ অবস্থান নিয়েছে। ব্যবসায়ীরাও রাস্তায় রয়েছেন।

আরও পড়ুন

গতকাল সোমবার রাতের পর আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আবারও শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। বেলা দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ার পর শিক্ষার্থীদের অনেকে ঢাকা কলেজের ভেতরে চলে যান। ব্যবসায়ীরা রাস্তায় অবস্থান নেন। শিক্ষার্থীরা ঢাকা কলেজের ভেতর থেকে ইটপাটকেল ছুড়তে থাকেন। ব্যবসায়ীরাও ইটপাটকেল ছোড়েন। পুলিশও সাঁজোয়া যান থেকে থেমে থেমে কাঁদানে গ্যাস ছুড়তে থাকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ
ছবি: তানভীর আহম্মেদ

দুপুরের দিকে ঢাকা কলেজের উল্টো দিকে নূরজাহান মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন আধা ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসার খবর জানিয়েছেন।

গতকাল দিবাগত রাত ১২টার দিকে ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। রাত আড়াইটা পর্যন্ত সংঘর্ষ চলে। রাতে ঢাকা কলেজের একাধিক ছাত্র প্রথম আলোকে জানান, তাঁদের এক সহপাঠীর ওপর নিউমার্কেটের ব্যবসায়ীরা হামলা চালিয়েছেন। এর প্রতিবাদে কলেজের আবাসিক হল থেকে কয়েক শ ছাত্র লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বের হয়ে নিউমার্কেটে যান। এ সময় নিউমার্কেটের কিছু দোকান ভাঙচুর করা হয়। এর পাশাপাশি কিছু ব্যবসায়ীকেও মারধর করা হয়। এরপরই নিউমার্কেটের ব্যবসায়ীরা লাঠিসোঁটা নিয়ে বেরোলে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়।

অন্যদিকে ব্যবসায়ীরা বলেছেন, রাতে ঢাকা কলেজের কয়েকজন ছাত্র নিউমার্কেটের একটি ফাস্ট ফুডের দোকানে খাবার খেতে এসেছিলেন। খেয়ে তাঁরা টাকা না দিয়েই চলে যাচ্ছিলেন। এ নিয়ে ছাত্রদের সঙ্গে দোকানের লোকজনের তর্কাতর্কি হয়। এরপরই ঢাকা কলেজের ছাত্ররা এসে দোকান ভাঙচুর করতে থাকেন। পরে ব্যবসায়ীরা একসঙ্গে বের হয়ে আসেন। এরপর সংঘর্ষ চলে।