শিক্ষার পাশাপাশি দীক্ষাও অর্জন করতে হবে

হলিক্রস কলেজে বিজনেস ফেস্টিভ্যাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন  ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম
ছবি: সংগৃহীত

শুধু ক্লাসে প্রথম হলেই চলবে না, শিক্ষার পাশাপাশি দীক্ষাও অর্জন করতে হবে বলে মনে করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘মানবিক মানুষ হতে হবে। মানুষের বিপদে এগিয়ে যেতে হবে।’

শুক্রবার বিকেলে রাজধানীর হলিক্রস কলেজের হলরুমে হলিক্রস কলেজ কর্তৃক আয়োজিত ‘ফোর্থ ইন্ট্রা কলেজ বিজনেস ফেস্টিভ্যাল-২০২২’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আতিকুল ইসলাম।

এ সময় তিনি শিক্ষার্থীদের তাঁর জীবনের গল্প শোনান। মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘জীবনে সফল হতে হলে পদে পদে অনেক চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। মানসিক দৃঢ়তার সঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।’

মেয়র আরও বলেন, ‘সুশিক্ষিত হয়ে সত্যিকার মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিজে সম্পৃক্ত হতে হবে। এতে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এর ফলে যেকোনো অবস্থার সঙ্গে খাপ খাওয়াতে পারা যায়।’

বক্তৃতা শেষে বিজনেস ফেস্টিভ্যালে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মেয়র আতিকুল ইসলাম। অনুষ্ঠানে হলিক্রস কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা গোমেজসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।