শ্যামপুরে কারখানায় বিস্ফোরণে শ্রমিক নিহত
রাজধানীর কদমতলী থানাধীন শ্যামপুরে কুদ্দুস মেটাল নামক একটি কারখানায় বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম মোহাম্মদ মাহবুব(৬৫)। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
মাহবুবের সহকর্মী আব্দুস সালাম জানান, ওই কারখানায় হাঁড়ি পাতিল তৈরি হয়। ডাইস তৈরির সময় বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর গ্রামের বাড়ি বরিশাল জেলায়। তিনি শ্যামপুরের গ্লাস ফ্যাক্টরি এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।