সাংসদ কাজী শহিদুলের স্ত্রী-মেয়ের জামিন

আদালত
প্রতীকী ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাংসদ কাজী শহিদুল ইসলাম পাপুলের স্ত্রী ও তাঁর মেয়েকে জামিন দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী প্রাণনাথ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। জামিন পাওয়া দুই আসামি হলেন সাংসদ শহিদুলের স্ত্রী ও সংরক্ষিত নারী আসনের সাংসদ সেলিনা ইসলাম এবং তাঁর মেয়ে ওয়াফা ইসলাম।

আইনজীবী প্রাণনাথ বলেন, সাংসদ সেলিনা ইসলাম ও তাঁর মেয়ে ওয়াফা ইসলামের পাসপোর্ট আদালতে জমা দেওয়ার শর্তে এবং ২০ হাজার টাকা মুচলেকায় তাঁদের জামিন দিয়েছেন আদালত। দুদকের মামলায় দুই আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে জামিন মঞ্জুর করেন।

জামিনের বিরোধিতা করে আদালতে বক্তব্য দেন দুদকের কৌঁসুলি (পিপি) মোশারফ হোসেন।

এর আগে একই আদালত জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের আলাদা দুই মামলায় সাংসদ কাজী শহিদুলসহ ছয়জনের ৬৭০টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগের (সিআইডি) পৃথক দুটি আবেদনের শুনানি নিয়ে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ আজ রোববার এই আদেশ দেন। একই সঙ্গে সাংসদের দুটি ফ্ল্যাটসহ ৯২টি তফসিলভুক্ত সম্পদ জব্দের আদেশ দেন আদালত।

লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ কাজী শহিদুল ইসলাম এবং তাঁর স্ত্রী সাংসদ সেলিনা ইসলামের বিরুদ্ধে গত ১১ নভেম্বর মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁদের বিরুদ্ধে ২ কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১৪৮ কোটি টাকার অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে। মানবপাচারে জড়িত থাকার অভিযোগে চলতি বছর কুয়েতে গ্রেপ্তার হন সাংসদ শহিদুল।