হাতিরঝিল থেকে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ১২

প্রতীকী ছবি

রাজধানীর হাতিরঝিল থেকে ১২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল সোমবার মধ্যরাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব–৩–এর সহকারী পরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার) বীণা রানী দাস প্রথম আলোকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জুয়া খেলার বিষয়টি স্বীকার করেছেন। জুয়া খেলে তাঁরা আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমনকি জুয়া খেলায় আসক্তির কারণে তাঁরা পারিবারিক দায়িত্ব সঠিকভাবে পালন করতেন না। তাঁদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা করা হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শামীম রেজা (৫০), কফিল উদ্দিন (৩৯), খোকন (৩৫), বেলাল হোসেন (৪০), গিয়াসউদ্দিন (৪৫), ওয়াসিম (২৮), আনোয়ার হোসেন (৪০), ফারুক হোসেন (৪৭), মিজান (৪২), ইমরান (২৮), রিন্টু (৪২) ও জুয়েল হোসেন (৩৮)।