হাতুড়ির আঘাতে নারীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

প্রতীকী ছবি

রাজধানীর দারুস সালাম এলাকায় হাতুড়ির আঘাতে হারিচা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

আজ শনিবার এহিয়া মোল্লার ছেলে আবদুর রহমান মোল্লা তাঁর বাবাকে আসামি করে দারুস সালাম থানায় হত্যা মামলা করেছেন। এ ঘটনায় তাঁর বাবা এহিয়া মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, হারিচা বেগমের স্বামী এহিয়া ভবঘুরে প্রকৃতির। তিনি প্রায় এক যুগ নিখোঁজ ছিলেন। এক বছর আগে হঠাৎ তিনি ফিরে আসেন। তিনি একাধিক বিয়েও করেছেন। এসব বিষয় নিয়ে স্ত্রী হারিচা বেগমের সঙ্গে তাঁর পারিবারিক কলহ ছিল। গতকাল রাতেও তাঁদের মধ্যে ঝগড়া হয়। এর জেরেই হারিচা বেগমকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেন এহিয়া মোল্লা।

দারুস সালাম থানার উপপরিদর্শক সুলতান মাহমুদ প্রথম আলোকে বলেন, ঘটনার পর গুরুতর আহত অবস্থায় হারিচা বেগমকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। হারিচা বেগমের মাথা, নাক ও শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ির আঘাতের চিহ্ন রয়েছে।