সায়েদাবাদে দুই বাসের চাপায় প্রাণ গেল চালকের সহকারীর

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাসচালকের সহকারী (হেলপার) মারা গেছেন। আজ রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহতের নাম সুমন মিয়া (৩৬)।

সুমনকে ঢাকা মেডিকেলে নিয়ে যান বাসের চালক শামসুল হক। তিনি প্রথম আলোকে বলেন, গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনালে বাস মেরামতের কাজ চলছিল। সুমন বাসের পেছনের চাকা খুলে ব্রেক অয়েল দিচ্ছিলেন। তখন আরেকটি বাস ঘুরাতে গেলে দুই বাসের মাঝখানে চাপা পড়ে আহত হন সুমন।

গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে পরে তাঁকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে রাত একটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোক বলেন, সুমনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।