২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

আগারগাঁওয়ে বাসের চাকা ফেটে মেট্রোরেলের পিলারে ধাক্কা, এক নারী আহত

রাজধানীর আগারগাঁওয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস মেট্রোরেলের পিলারের সঙ্গে ধাক্কা লেগে এক নারী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে বলে ট্রাফিক পুলিশের শেরেবাংলানগর অঞ্চলের সহকারী কমিশনার তারেক সেকান্দার জানিয়েছেন।

তারেক সেকান্দার জানান, মিরপুর সুপার লিংকের একটি বাস বিজয় সরণির দিক থেকে মিরপুরের দিকে যাওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে আগারগাঁও এলাকায় চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি মেট্রোরেলের ৩৬৫ নম্বর পিলারের গিয়ে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রী এক নারী আহত হয়েছেন। ওই নারীকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।

এ ঘটনার পর বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন বলে এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।