‘পাঁচমিশালীতে’ উঠে এসেছে পুরান ঢাকার জীবন ও সংস্কৃতি

বরেণ্য শিল্পী রফিকুন নবী ‘পাঁচমিশালী’ শীর্ষক শিল্পকলা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন। লালমাটিয়া, ঢাকা, ৮ মার্চছবি: প্রথম আলো

পুরান ঢাকার জীবন ও সংস্কৃতি নিজের শিল্পকর্মে তুলে এনেছেন শিল্পী সুস্মিতা মুখার্জ্জী। তাঁর ভাস্কর্য ও স্থাপনাকর্ম নিয়ে ‘পাঁচমিশালী’ শীর্ষক শিল্পকলা প্রদর্শনী শুরু হয়েছে রাজধানীর লালমাটিয়ায় কলাকেন্দ্রে।

শুক্রবার সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন বরেণ্য শিল্পী ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী, বিশিষ্ট ভাস্কর অধ্যাপক হামিদুজ্জামান খান, শিল্পী অধ্যাপক সৈয়দ আবুল বার্‌ক্‌ আলভী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন। আলোচনা করেন প্রদর্শনীর কিউরেটর নাসিমা হক, স্বাগত বক্তব্য দেন কলাকেন্দ্রের পরিচালক শিল্পী ওয়াকিলুর রহমান।

পাঁচমিশালীতে মোট শিল্পকর্ম রয়েছে আটটি। এর মধ্যে দুটি কক্ষে রয়েছে  স্থাপনাকর্ম এবং অন্যগুলো বিভিন্ন উপকরণের সমন্বয়ে করা ভাস্কর্য। আলোচকেরা বলেছেন, শিল্পী সুস্মিতা মুখার্জ্জী একান্ত ব্যক্তিগত অনুভবের জায়গা থেকে তাঁর শিল্পকলা সৃজনের কাজ শুরু করেন। পুরান ঢাকার বুড়িগঙ্গার পাশেই তিনি শৈশব থেকে বড় হয়েছেন। বুড়িগঙ্গা নদী, সেখানকার পরিবেশ-প্রতিবেশ, লোকজন, তাঁদের জীবনযাত্রা, সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ বিভিন্ন ব্যঞ্জনায় তাঁর শিল্পকর্মে উঠে এসেছে।

পুরান ঢাকার সরু গলি দিয়ে চলতে থাকা রিকশার সারি, পুরোনো দেয়ালের গাঢ় রং, বিভিন্ন উৎসবের আলোকসজ্জা, এসবের পাশাপাশি একজন নারী হিসেবে তাঁর একান্ত আপন অনুভব, বিভিন্ন উৎস থেকে পাওয়া ভাবনা, রান্নাঘরের তপ্ত পরিবেশ—এসব বিভিন্ন বিষয় তুলে এনেছেন সুস্মিতা তাঁর ভাস্কর্য ও স্থাপনা কর্মে।

শিল্পী সুস্মিতা মুখার্জ্জী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগ থেকে ২০১৯ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। শিল্পকলা একাডেমি আয়োজিত নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীতে ২০২১ থেকে তিনি নিয়মিত অংশ নিয়েছেন। ২০২২ সালের প্রদর্শনীতে ভাস্কর্য বিভাগে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন। এ ছাড়া তিনি বিভিন্ন যৌথ প্রদর্শনীতে তাঁর শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে এবং তিনি পুরস্কার পেয়েছেন।

পাঁচমিশালী নামের এই প্রদর্শনী চলবে আগামী ৯ এপ্রিল পর্যন্ত। সবার জন্য গ্যালারি খোলা হবে প্রতিদিন বিকেল চারটায়, বন্ধ হবে রাত আটটায়।