এখন পুলিশ আগের মতো নেই, তাই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারছি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে (মাঝে) সংবর্ধনা দিতে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে ক্রেস্ট দেওয়া হচ্ছে। ঢাকা, ২৬ ফেব্রুয়ারিছবি: আশরাফুল আলম

১৫ বছর আগে যে পুলিশ ছিল, তা এখন আর নেই বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ‘তারা (পুলিশ) এখন দক্ষতা, অভিজ্ঞতা, দেশপ্রেমে অনেক ঊর্ধ্বে। সে জন্য আমরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করায় আসাদুজ্জামান খানকে সংবর্ধনা দেয় তেজগাঁও শিল্প মালিক সমিতি। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সংবর্ধনা গ্রহণের পর আসাদুজ্জামান খান বলেন, ‘আমি যখন ২০০৮ সালে নির্বাচন করলাম, তখন এই জায়গায় শ্রমঘন শিল্প ছিল। গার্মেন্টসের শ্রমিকেরা কখনো বেতন নিয়ে বাড়ি যেতে পারত না। ভাঙচুর, এটা-সেটা—নানা ধরনের জটিলতা এখানে ছিল। শ্রমঘন ইন্ডাস্ট্রি আমাদের জন্য বোঝা হয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আমরা এই এলাকাকে সুন্দর করে সাজিয়েছি। তাঁর দিকনির্দেশনায় এই এলাকাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢাকতে পেরেছি। অবশ্যই আমাদের পুলিশ কর্মকর্তারা প্রশংসার দাবিদার।’

দেশকে এগিয়ে নিতে হলে যেমন মানুষকে নিরাপত্তা দিতে হবে, তেমনি এলাকা নিরাপদ করতে হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সেই কাজ করছি। দেশ যেমন এগিয়ে যাচ্ছে, নিরাপত্তাব্যবস্থাও আমরা সেভাবে এগিয়ে নিতে পেরেছি।’

তেজগাঁও এলাকায় বৈষম্য দেখা দিয়েছে বলে উল্লেখ করেন সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম। তিনি বলেন, ‘শান্তা গ্রুপ এখানে ৫০ তলা ভবন বানাল। পাশেই আমরা ৫০ তলা ভবনের অনুমতি চাইলাম। কিন্তু ৩৫ তলা ভবনের অনুমতি পেলাম।’ তিনি এই বৈষম্য কীভাবে দূর করা যায়, সে ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সাহায্য-সহযোগিতা চান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তেজগাঁও শিল্প মালিক সমিতির কার্যকরী কমিটির সদস্য ও কোহিনূর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম বলেন, একসময় তেজগাঁও শুধু শিল্পাঞ্চল ছিল। তখন অধিকাংশ শিল্পকারখানা বন্ধ ছিল। ঋণে জর্জরিত ছিল। পরে এই এলাকাকে শিল্প, বাণিজ্য ও আবাসিক করা হলো। জমির দাম বেড়ে গেল। সবাই ঋণ পরিশোধ করে স্বাবলম্বী হয়ে গেছে। এর পেছনের কারিগর স্বরাষ্ট্রমন্ত্রী।

এ আয়োজনের সভাপতিত্ব করেন তেজগাঁও শিল্প মালিক কল্যাণ সমিতির সহসভাপতি ও কল্লোল গ্রুপ অব কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা। এ আয়োজন সঞ্চালনা করেন চিত্রনায়িকা পূর্ণিমা। এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর একটি তথ্যচিত্র তুলে ধরা হয় অনুষ্ঠানে।