রাজধানীতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় গ্রেপ্তার ১

গ্রেপ্তারপ্রতীকী ছবি

রাজধানী ঢাকার আদাবরে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আদাবর থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।  

গ্রেপ্তার ব্যক্তির নাম বিধান চন্দ্র দাস। তিনি আদাবরের স্থানীয় একটি সেলুনের কর্মচারী। আজ শুক্রবার বিকেলে নাজমুল হাসান খন্দকার নামের এক ব্যক্তি বাদী হয়ে তাঁর বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় মামলা করেন।

এসআই সোহেল রানা প্রথম আলোকে বলেন, অভিযোগ থেকে জানা যায়, গতকাল বৃহস্পতিবার নাজমুল হাসান খন্দকার নামের এক ব্যক্তি আদাবর থানার শেখেরটেকের একটি সেলুনে চুল কাটাতে যান। এ সময় নানা বিষয়ে কথার একপর্যায়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করেন বিধান। আজ শুক্রবার সকালে নাজমুল স্থানীয় একদল লোক নিয়ে ঘটনাস্থলে যান। পরে তাঁরা আদাবর থানায় খবর দেন। দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিধানকে আটক করে আদাবর থানায় নিয়ে আসে।

এসআই সোহেল রানা আরও বলেন, আটকের পর বিধানের বিরুদ্ধে মামলা নেওয়ার দাবিতে স্থানীয় একদল লোক থানার সামনে অবস্থান নেন। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা নেওয়ার আশ্বাস দেন। তখন তাঁরা থানা চত্বর ছেড়ে চলে যান।

বিকেল ৪টার দিকে যোগাযোগ করা হলে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া প্রথম আলোকে বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে বিধানের বিরুদ্ধে আদাবর থানায় মামলা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। নাজমুল হাসান খন্দকার বাদী হয়ে মামলাটি করেছেন।