ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫

হাসপাতালে ডেঙ্গু রোগীফাইল ছবি: প্রথম আলো

দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে চলতি মাসে ১১ জনের মৃত্যু হলো। আর চলতি বছর এডিস মশাবাহিত এ রোগে মৃত্যু হলো ৩৬ জনের।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা) দেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয় ৭ জন, উত্তর সিটির হাসপাতালগুলোয় ৫ জন ও ঢাকা মহানগরের বাইরের এলাকায় ৪ জন ভর্তি হয়েছে। বাকি ৯ জনের মধ্যে ৪ জন বরিশাল বিভাগে, ৩ জন চট্টগ্রাম বিভাগে ও ২ জন খুলনা বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৩৫ জন। এর মধ্যে চলতি মাসে এ পর্যন্ত ভর্তি হয়েছেন ৬২৬ জন। গত ২৪ ঘণ্টায় ৩৮ জনসহ চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ২ হাজার ৬৯৬ ডেঙ্গু রোগী।