ঢাকার মহাখালীর আমতলীতে সড়ক অবরোধ করেছিলেন সাততলা বস্তির বাসিন্দারা। পুনর্বাসনের আগে বস্তি উচ্ছেদ করা যাবে না—এমন দাবিতে আজ সোমবার সকালে তাঁরা সড়কে নেমে আসেন। সকাল ১০টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত প্রায় পৌনে ২ ঘণ্টা তাঁরা সড়ক অবরোধ করে রাখেন বলে জানায় পুলিশ।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, সাততলা বস্তির একটি অংশে সরকার একটি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করেছে। এ জন্য বস্তির কিছু অংশ উচ্ছেদ করা হবে। তাঁদের দাবি, পুনর্বাসন না করে উচ্ছেদ করা যাবে না। এ জন্য বস্তিবাসী সকালে সড়ক অবরোধ করে উচ্ছেদের প্রতিবাদ করেছেন।

ওসি আরও বলেন, তবে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ জানায়, সড়ক অবরোধের কারণে মহাখালী এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক থেকে সরিয়ে দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কমিশনার মো. নাছির প্রথম আলোকে বলেন, সাততলা বস্তিতে একটি হাসপাতাল করবে সরকার। এ জন্য বস্তির কিছু অংশে খুঁটি দিয়ে সীমানা করে বস্তিবাসীকে সরে যেতে বলা হয়। তাঁদের তিন দিন সময় বেঁধে দেওয়া হয়।

এতে ক্ষিপ্ত হয়ে কয়েক হাজার বস্তিবাসী সড়কে নেমে আসেন। তিনি আরও বলেন, তিন দিনে তাঁরা কোথায় যাবেন? বাচ্চাদের স্কুল আছে, পরীক্ষা  চলছে—এমন পরিস্থিতিতে তিন দিন সময় দিয়ে সরে যেতে বলায় তাঁরা বিপাকে পড়েছেন। এর প্রতিবাদেই রাস্তায় নামেন। পরে তাঁদের আশ্বস্ত করে সড়ক থেকে সরিয়ে আনা হয়।