মোস্তবা জামান ওরফে পপি
ফাইল ছবি

এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে রাজধানীর পল্টন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তবা জামান ওরফে পপির বিরুদ্ধে মামলা হয়েছে।

গত মঙ্গলবার রাতে পপির বিরুদ্ধে মামলা করেন ব্যবসায়ী দস্তগীর রতন। পল্টন থানা-পুলিশ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

পপি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। এই মামলায় তিনি গতকাল বুধবার আদালত থেকে জামিন নিয়েছেন। পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া এ তথ্য জানান।

সেন্টু মিয়া প্রথম আলোকে বলেন, ‘দোকানের ভাড়া ও খাজনা বৃদ্ধির প্রতিবাদ করায় ব্যবসায়ী দস্তগীরকে মারধর করা হয়েছে বলে মামলা অভিযোগ করা হয়েছে।’

মামলায় পপি ছাড়াও আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন—লোকমান হোসেন ফকির, মজিবুল হক, আ. ফ. ম ইফতেখার রহমান, মোতাহার হোসেন, আদম আলী, সাইদ আবদুস সানী, মিজানুর রহমান, ইব্রাহিম, ফয়সাল ও সেজাত।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২২ জুন আমিনবাগ কো-অপারেটিভ মার্কেট সোসাইটি লিমিটেডের বাৎসরিক সাধারণ সভায় দোকানভাড়া ও খাজনা বাড়ানোর প্রতিবাদ করেন দস্তগীর। আরও কিছু বিষয়ে তিনি প্রতিবাদ জানান। প্রতিবাদ জানানোর পরপরই দস্তগীরের ওপর ক্ষিপ্ত হন পপি। তিনি মেরে ফেলারও হুমকি দেন।

দস্তগীরের অভিযোগ, ২২ জুলাই রাতে রাজধানীর শান্তিনগর বাজার সুপার মার্কেটের দ্বিতীয় তলায় তাঁকে মারধর করেন আসামিরা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, পপির বিরুদ্ধে আগে থেকে বিভিন্ন অভিযোগ আছে।

আরও পড়ুন

কাউন্সিলর মোস্তবা কোথায়