রাজধানীর শেওড়াপাড়া এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। কারখানার গেটে তালা লাগানো দেখে আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে বিক্ষোভ শুরু করেন তারা। এতে ওই সড়কপথে তীব্র যানজট দেখা দিয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের কাছে সিনহা গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে গিয়ে দেখেন তাদের কারখানার গেটে তালা লাগানো। তা দেখে ৫শ থেকে ৬শ জন শ্রমিক রাস্তায় নেমে এসে কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ কারখানা কর্তৃপক্ষ আগে থেকে কোনো নোটিশ দেয়নি। তাদের বেতন না দিয়ে কারখানাটি বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ।
একপর্যায়ে ওই সড়কে মীরপুর থেকে গুলিস্তানমুখী এবং গুলিস্তান থেকে মিরপুরমুখী যানবাহনগুলো আটকা পড়ে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুলিশ বলছে, তারা এ ব্যাপারে কারখানাটির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল। মালিকপক্ষ তাদের কাছে দাবি করেছে এ কারখানাটি তারা গাজীপুরে স্থানান্তর করবে। এ কারণে এটি সাময়িক বন্ধ রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী, গার্মেন্টস কারখানা বন্ধ করে দেওয়া হলে শ্রমিকদের তিন মাসের বেতন দিতে হয়। আর কারখানা স্থানান্তর করলে দিতে হয় না।
ওসি মোহাম্মদ মহসীন সকাল ১০টার দিকে প্রথম আলোকে বলেন, তাঁরা শ্রমিকদের বুঝিয়ে শুনিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করছেন। ঘটনাস্থলে মালিক পক্ষের কাউকে তাঁরা পাননি।
মিরপুর থানার টহল পরিদর্শক জিয়াউল হক বলেন, শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ায় শেওড়াপাড়ার দুদিকের সড়কে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। এখন তাঁরা মীরপুর থেকে গুলিস্তানমুখী যানবাহনগুলোকে মীরপুর ১০ নম্বর সড়ক থেকে ১ নম্বর সড়ক হয়ে ঘুরিয়ে দিচ্ছে। আর গুলিস্তান থেকে মিরপুরমুখী যানগুলোকে আগারগাঁও বেতার ভবনের সামনের রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।