গণপরিবহন চলছে, ছাড়ছে দূরপাল্লার বাস, তবে যাত্রী কম
বিএনপির ডাকা সপ্তম দফায় সারা দেশে টানা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। আজ সোমবার অবরোধের দ্বিতীয় দিন ঢাকায় গণপরিবহন চলছে। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাসও। তবে গতকাল রোববারের তুলনায় আজ বাস কম চলাচল করতে দেখা গেছে।
রাজধানীর মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল ঘুরে যান চলাচলের এই চিত্র পাওয়া গেছে।
ঢাকার কয়েকটি বাসের চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল অবরোধের মধ্যেও যাত্রীর চাপ ছিল। কিন্তু আজ যাত্রী অনেক কম।
রবরব পরিবহনের চালক মো. শাহিন প্রথম আলোকে বলেন, আজ রাস্তায় মানুষের উপস্থিতিও কম। বাসে যাত্রী কম পাচ্ছি।
ঢাকার মহাখালী থেকে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও টাঙ্গাইল রুটে চলছে দূরপাল্লার বাস।
ঢাকা শেরপুর রুটে চলাচলকারী সোনার বাংলা পরিবহনের টিকিট বিক্রেতা মো. ফিরোজ প্রথম আলোকে বলেন, সকাল থেকে বেলা ১১টার মধ্যে তাঁদের পাঁচটি বাস ছেড়ে গেছে। তবে গতকালের তুলনায় আজ যাত্রী অনেক কম। তিনি বলেন, ‘এখন একটি বাস ছাড়ার সময় হয়েছে। কিন্তু যাত্রী পেয়েছি মাত্র পাঁচজন।’
গাবতলী বাস টার্মিনালের হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার আবদুল বাহার প্রথম আলোকে বলেন, সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত খুলনা ও যশোর রুট তাঁদের দুটি বাস ছেড়েছে।