ওয়ারীতে তিন ঘণ্টা পর নিভল গ্যাসলাইনের আগুন

ওয়ারীর পুরানো থানার পাশে টিপু সুলতান সড়কে গ্যাসলাইন মেরামতের কাজ করার সময় আগুন লাগে
ছবি: সংগৃহীত

রাজধানীর ওয়ারীতে গ্যাসলাইনে লাগা আগুন তিন ঘণ্টার চেষ্টায় নিভেছে। এই আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসাইন ভোর পৌনে ছয়টার দিকে প্রথম আলোকে এ তথ্য জানান।

এরশাদ হোসাইন বলেন, মঙ্গলবার দিবাগত রাত ২টা ২৫ মিনিটে ওয়ারীর পুরানো থানার পাশে টিপু সুলতান সড়কে গ্যাসলাইন মেরামতের কাজ করার সময় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট যুক্ত হয়।

ভোর সাড়ে পাঁচটা নাগাদ ওয়ারীতে গ্যাসলাইনে লাগা আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা, এমনটাই জানান এরশাদ হোসাইন।

অগ্নিকাণ্ডের এই ঘটনায় পাশের একটি বহুতল ভবন পুড়েছে। এ ছাড়া বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

আরও পড়ুন