আজ ঢাকার বাতাস গত দুই দিনের চেয়ে কম দূষিত

দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার নাম বারবার উঠে আসছে
ফাইল ছবি

আজ বুধবার সকালে রাজধানী ঢাকার বাতাস গত দুই দিনের চেয়ে কম দূষিত। এখনো অস্বাস্থ্যকর ঢাকার বায়ু। তবে গত সোমবার ও গতকাল মঙ্গলবারের চেয়ে আজ ঢাকার বায়ুর মান একটু ভালো। দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকা আজ ১৭তম স্থানে অবস্থান করছে।

আজ সকাল ১০টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড করা হয়েছে ১৫২, যা বাতাসের মান অনুযায়ী ‘অস্বাস্থ্যকর’। সোমবার সকাল সোয়া নয়টার দিকে একিউআই স্কোর ছিল ১৯৫, গতকাল ছিল ১৭৪।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার এ তালিকা প্রকাশ করেছে।

বিশ্বের বায়ুমান যাচাইবিষয়ক প্রতিষ্ঠানের করা বায়ুমান সূচক অনুযায়ী আজ সকালে ২৭৮ সূচকে শীর্ষে পাকিস্তানের লাহোর। এরপর ভারতের নয়াদিল্লি ২৪১, পাকিস্তানের করাচি ২০৪, ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ১৭৬ সূচক নিয়ে চতুর্থ স্থানে আছে।

একিউআই স্কোর ১০০ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্যসতর্কতাসহ জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়।