সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর বাহাদুর শাহ পার্ক এলাকায় বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।

আজ রোববার সকালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়েছেন। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করেছে পুলিশ। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন।

ওসি মইনুল ইসলাম বলেন, ‘এই মুহূর্তে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারছি না। ঘটনাস্থলে পুলিশ গেছে। তারা তথ্য সংগ্রহ করছে।’

দুর্ঘটনায় আহত দুজনের মধ্যে একজন রিকশাচালক। অপরজন রিকশার যাত্রী। তাঁর নাম আকাশ দাস। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী।

আকাশ দাসকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি চিকিৎসাধীন অবস্থায় গণমাধ্যমকর্মীদের বলেন, আজ সকালে বাসা থেকে রিকশায় ক্যাম্পাসে আসছিলেন। রিকশাটি বাহাদুর শাহ পার্ক এলাকায় এলে পেছন দিক থেকে সাভার পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়। এ সময় বাসটি এক পথচারীকেও ধাক্কা দেয়।

সূত্রাপুর থানার পুলিশ জানায়, বাসের ধাক্কায় পথচারী নিহত হন। তাঁর লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আহত রিকশাচালক একই হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার সূত্র জানায়, আহত আকাশকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।