জলাশয় ও কৃষিজমি ভরাট: ছয়টি প্লটের সীমানাপ্রাচীর ভেঙে দিয়েছে রাজউক
বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপে চিহ্নিত জলাশয় ও কৃষিজমি ভরাট করে তৈরি করা ছয়টি প্লটের সীমানা প্রাচীর ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। পাশাপাশি নিয়ম লঙ্ঘন করায় দুই প্লটের মালিককে ৫০ হাজার করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার মিরপুর বেড়িবাঁধ–সংলগ্ন তুরাগ নদীর পশ্চিম পাশের উত্তর কাউন্দিয়া এলাকা ও বেড়িবাঁধের পাশে এই অভিযান চালিয়েছে রাজউক। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ড্যাপের ব্যত্যয় ঘটিয়ে অবৈধভাবে বালু ভরাট ও প্লটের সীমানাপ্রাচীর নির্মাণকাজ করায় দুই প্লটের মালিক ওয়ালীদ হোসেন ও নুরুল ইসলামকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভেঙে দেওয়া হয়েছে ছয়টি প্লটের সীমানাপ্রাচীর।
অভিযানকালে চারটি ড্রেজারের পাইপলাইন বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই এলাকায় সব ধরনের উন্নয়ন কার্যক্রম বন্ধসহ ড্রেজিং মেশিনগুলো এক দিনের মধ্যে সরানোর নির্দেশ দিয়েছেন।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলামের নেতৃত্বে অভিযানে রাজউকের অঞ্চল-৩–এর পরিচালক সালেহ আহমেদ জাকারিয়া, উপনগর–পরিকল্পনাবিদ নবায়ন খীসা, মুস্তাফিজুর রহমান, আবু কাওসার প্রমুখ উপস্থিত ছিলেন।