ঢাকার জুরাইনে দিনদুপুরে বাসে আগুন

ঢাকার জুরাইন এলাকায় আজ রোববার বেলা ২টা ৪০ মিনিটের দিকে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরাছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে

রাজধানীর জুরাইন এলাকায় দিনদুপুরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার বেলা ২টা ৪০ মিনিটের দিকে বাসটিতে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস বলেছে, বাসটি রাইদা পরিবহনের। এতে কেউ হতাহত হয়নি।

খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

‘ভোট বর্জন’ ও বর্তমান সরকারকে ‘অসহযোগিতার’ আহ্বান জানিয়ে তিন দিন প্রচারপত্র বিতরণ ও গণসংযোগের পর আজ সারা দেশে সকাল-সন্ধ্যা অবরোধ চলছে বিএনপির।

ঢাকার জুরাইন এলাকায় আজ রোববার বেলা ২টা ৪০ মিনিটের দিকে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
ছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে

বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি শুরুর আগে গতকাল শনিবার রাতে সোয়া ঘণ্টার মধ্যে রাজধানীর গুলিস্তান ও মিরপুরে দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। নাশকতার এ দুই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রাত সোয়া ৯টার দিকে প্রথমে গুলিস্তানে টোল প্লাজার পাশে যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়া হয়। এরপর রাত সাড়ে ১০টার দিকে মিরপুর ১৩ নম্বরে আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

আরও পড়ুন