এসি মেরামত করতে গিয়ে ভবন থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু
রাজধানীর লালমাটিয়ায় একটি ভবনে শীতাতপযন্ত্র (এসি) মেরামত করার সময় নিচে পড়ে মারা গেছেন একজন মিস্ত্রি। তাঁর নাম বায়েজিদ আহম্মেদ (২১)। আজ শনিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক প্রান্তোষ বণিক জানান, ময়নাতদন্তের জন্য বায়েজিদের মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে।
বায়েজিদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবায়। তিনি মিরপুর এলাকায় থাকতেন।
প্রান্তোষ বনিক বলেন, লালমাটিয়ার এ–ব্লকের সাততলায় শীতাতপযন্ত্র ঠিক করার সময় বায়েজিদ নিচে পড়ে গুরুতর অসুস্থ হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।