চীনের অর্থায়নে ঠাকুরগাঁওয়ে হাসপাতাল করার দাবিতে মানববন্ধন
চীনের অর্থায়নে ‘চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল’ ঠাকুরগাঁওয়ে নির্মাণের দাবি উঠেছে। আজ শনিবার বেলা তিনটায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘আমরা ঠাকুরগাঁওবাসী’ ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে ঢাকায় অবস্থানরত ঠাকুরগাঁওয়ের শতাধিক বাসিন্দা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান দেলোয়ার হোসেন।
দেলোয়ার হোসেন বলেন, উত্তরবঙ্গের মানুষ বহুকাল ধরেই অবহেলিত। ঠাকুরগাঁওয়ের আশপাশের জেলাগুলোয় হাসপাতাল রয়েছে। রংপুরে রংপুর মেডিকেল কলেজে রয়েছে। কিন্তু পঞ্চগড়, নীলফামারী ও ঠাকুরগাঁওয়ে এসবের কিছুই নেই। রোগীরা ঢাকা আসার পথেই জীবন হারান।
মানববন্ধনে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, ঠাকুরগাঁওকে কেন্দ্র করে চীন-বাংলাদেশ মৈত্রী সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ হলে ৪০–৫০ লাখ মানুষ উপকৃত হবেন। এ স্বপ্ন বাস্তবায়নে ইতিমধ্যে ঠাকুরগাঁও অঞ্চলে যাঁদের জমি রয়েছে, তাঁদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তাঁরা সহযোগিতার হাত বাড়িয়েছেন।
এ সময় ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘ঠাকুরগাঁও থেকে আমার ডাক্তার বন্ধু অসুস্থ হয়ে ঢাকার উদ্দেশে রওনা হলে পথিমধ্যেই মারা যায়। তাহলে চিন্তা করুন, আমাদের অঞ্চলের সাধারণ মানুষ কীভাবে অবহেলিত হয়ে আসছে।’
ঠাকুরগাঁও জেলা সোসাইটির সভাপতি আসাদুজ্জামান বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের মানুষ উপকৃত হবেন। এটা হবে তাঁদের জন্য উন্নয়নের প্রথম পদক্ষেপ।
মানববন্ধনে বক্তব্য পর্বটি সঞ্চালনা করেন ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান। মানববন্ধনে আরও বক্তব্য দেন ঢাকায় ঠাকুরগাঁও ছাত্র পরিষদের সভাপতি মোস্তফা কামাল, ঢাকায় ঠাকুরগাঁও ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আসাদুল্লাহ আল গালিব, ঢাকায় ঠাকুরগাঁও সদর উপজেলা কল্যাণ সমিতির সদস্যসচিব মো. মকছেদুল ইসলাম, ঢাকায় রানীশংকৈল থানা কল্যাণ সমিতির সেক্রেটারি ওসমান গনি প্রমুখ।