গুলশানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
রাজধানীর গুলশানের শাহজাদপুরে আজ বৃহস্পতিবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাবিবা ইসলাম (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে শাহজাদপুরের একটি মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে পড়ত।
শিশুটির চাচা সাব্বির আল মামুন প্রথম আলোকে বলেন, তারা শাহজাদপুরে পঞ্চমতলা একটি বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকতেন। আজ বাসাটি তারা ছেড়ে যাচ্ছিলেন। এ জন্য বাসার মালামাল অন্যত্র নেওয়ার প্রস্তুতি চলছিল। বাসার সবাই এ নিয়ে ব্যস্ত ছিলেন। বেলা সাড়ে তিনটার দিকে লাবিবা জানালার বাইরে হাত দিলে সেখানে ঝুলন্ত বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে যায়। একপর্যায়ে লাবিবা অচেতন হয়ে মেঝেতে পড়ে যায়। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, লাবিবার মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি গুলশান থানায় জানানো হয়েছে।
জানা যায়, লাবিবা দুই বোনের মধ্যে বড় ছিল। তার বাবার নাম আবদুল্লাহ আল মামুন।