রাজধানীর আদাবরে বিষাক্ত গ্যাসে একজনের মৃত্যু
রাজধানীর আদাবরের বেড়িবাঁধ এলাকায় ভাঙারি দোকানে পুরোনো সিলিন্ডার ভাঙতে গিয়ে ছড়িয়ে পড়া গ্যাসে অসুস্থ হয়ে মারা গেছেন এক ব্যক্তি। এ ঘটনায় আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে ৯ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সকালে গাবতলী-মোহাম্মদপুর বেড়িবাঁধসংলগ্ন শ্যামলী হাউজিং দ্বিতীয় প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। যিনি মারা গেছেন, তাঁর নাম মো. কবির হোসেন। অসুস্থ ৯ জনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ বলছে, কার্বন মনোক্সাইড গ্যাসের বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার এ এইচ এম আজিমুল হক বলেন, ওই দোকানের মালিকের ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। কোথা থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে আসা হয়েছে এবং কীভাবে এ ঘটনা ঘটেছে, তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।