প্রকল্পের কাজে ধীরগতিতে সংসদীয় কমিটির ক্ষোভ

জাতীয় সংসদ ভবনফাইল ছবি

বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজে ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি। আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে প্রকল্প নিয়ে ক্ষোভ প্রকাশ করে সংসদীয় কমিটি।

বৈঠক সূত্র জানায়, আজ ছিল দ্বাদশ জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটির প্রথম বৈঠক। এতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে উপস্থাপিত তথ্যে দেখা যায়, বিদ্যমান ৭টি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের উন্নয়ন নিয়ে একটি প্রকল্প নেওয়া হয় ২০১৯ সালের জানুয়ারি মাসে। ২০২১ সালে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। প্রকল্পটি দুবার সংশোধন করা হয়। সর্বশেষ এই প্রকল্পের মেয়াদ করা হয় ২০২৫ সালের জুন পর্যন্ত। কিন্তু এখন পর্যন্ত প্রকল্পের কাজ হয়েছে ১৫ শতাংশ।

লালমনিরহাট টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন প্রকল্প একনেকে অনুমোদন পায় ২০১৮ সালের ৯ জানুয়ারি। ২০২০ সালের মধ্যে এটি শেষ হওয়ার কথা; কিন্তু তা হয়নি। প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৪ সালের জুন পর্যন্ত করা হয়। গত জানুয়ারি পর্যন্ত কাজ হয়েছে ৭৩ শতাংশ।

বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া-শাহবাজপুর সেকশনের পুনর্বাসন প্রকল্প নেওয়া হয় ২০১১ সালের জুলাই মাসে। মেয়াদ আছে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। কাজ হয়েছে ৩০ দশমিক ৫০ শতাংশ।

উল্লিখিত দুটি মন্ত্রণালয়ের বেশির ভাগ প্রকল্পই চলছে ধীরগতিতে। এতে কমিটি ক্ষোভ প্রকাশ করে।

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজের ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করে কমিটি। ব্যয় বৃদ্ধি না করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে। এ ছাড়া একজন প্রকল্প পরিচালককে একাধিক প্রকল্পের দায়িত্ব না দেওয়া এবং প্রকল্প পরিচালককে বাধ্যতামূলকভাবে প্রকল্প এলাকায় সার্বক্ষণিক অবস্থানের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, সালমান ফজলুর রহমান, মাহবুব উল আলম হানিফ, মোহাম্মদ নজরুল ইসলাম, প্রাণ গোপাল দত্ত, অপরাজিতা হক ও শাহরিয়ার আলম অংশ নেন।

সন্দ্বীপে সি-ট্রাক সার্ভিস চালুর সুপারিশ

বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। দ্বাদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক হওয়ায় উপস্থিত সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

সন্দ্বীপের উপকূলবাসীর জন্য সি-ট্রাক সেবা চালু করার সুপারিশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এই সুপারিশ করা হয়। এই কমিটির সভাপতি সরকারি দলের সংসদ সদস্য মাহফুজুর রহমানের নির্বাচনী এলাকা সন্দ্বীপ। তিনি এবারই প্রথম কোনো সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন। নিজের কমিটির প্রথম বৈঠক থেকে সন্দ্বীপ নিয়ে এই সুপারিশ এল।

কমিটির সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, গোলাম কিবরিয়া, মো. জাকারিয়া, ফিরোজ আহম্মেদ, হাবিবুন নাহার ও মো. আওলাদ হোসেন অংশ নেন।