বাংলাদেশের সম্প্রতি অর্থনৈতিক খাতের সাফল্য বহির্বিশ্বের নজর কেড়েছে। মাত্র পাঁচ দশকের ব্যবধানে ‘তলাবিহীন ঝুড়ির’ তকমা ছাড়িয়ে ‘ইমার্জিং এশিয়ান টাইগার’ হিসেবে বিবেচিত হওয়ার গৌরব অর্জন করেছে। বাংলাদেশ তৈরি পোশাক, পাট, চামড়া, ম্যানপাওয়ার ও মৎস্য খাত থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে বিশ্বের নির্ভরযোগ্য রপ্তানিকারীর তালিকায় জায়গা করে নিয়েছে।
বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড (বিটিআই) মনে করে, এ সাফল্য অর্জনে নারীদের অসামান্য অবদান রয়েছে। একই ধারাবাহিকতায় সেবা খাতেও নারীদের অংশগ্রহণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে অনেক নারীই সামাজিক সীমাবদ্ধতা কাটিয়ে উঠে এমন সব দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা অন্য নারীদেরও অনুপ্রাণিত করছে। এই নারীদের অগ্রগামী ভূমিকা স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্নকে আরও সুদৃঢ় করছে।
বিটিআইয়ের বিশ্বাস, নারীদের অংশীদারত্বমূলক অংশগ্রহণের মাধ্যমেই সমৃদ্ধি অর্জন সম্ভব। তাই বিটিআই ও দ্য ডেইলি স্টার দেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখা এই নারীদের সম্মান জানাতে যৌথভাবে উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের মাধ্যমে ‘স্টেলার উইমেন’ শীর্ষক এ আয়োজনে ১২ মাসে সব বিভাগ থেকে ১২ নারীকে সম্মাননা প্রদান করা হচ্ছে।
এ উদ্যোগ শুধু সেই নারীদের স্বীকৃতি প্রদান করবে, যাঁরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন ঠিকই, কিন্তু লাইমলাইটে আসতে পারছেন না, তাঁদের জন্য। দ্য ডেইলি স্টার ও বিটিআই অগ্রসরমাণ এই নারীদের যাত্রাকে সুদৃঢ় করার লক্ষ্যে একটি প্ল্যাটফর্ম তৈরি করতেই এ উদ্যোগ গ্রহণ করেছে।
বিটিআইয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর ব্র্যান্ড আয়েশা সিদ্দিকা বলেন, ‘স্টেলার উইমেন সম্মাননা কর্মনিষ্ঠ নারীদের আরও সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে এবং বৈষম্য দূরীকরণে পর্যাপ্ত সহায়তা প্রদানের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করবে। আর অন্য নারীদের জন্য আদর্শ উদাহরণ হয়ে থাকবে।’ তিনি আরও বলেন, ‘উদ্যোগটি চলমান। শুধু এক বছর পরই থেমে যাবে না। সব স্তরের নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এ উদ্যোগকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এ উদ্যোগের মাধ্যমেই আমরা আমাদের ভবিষ্যতের জাতি বিনির্মাণকারী নারীকে পাব।’ বিজ্ঞপ্তি