চুরির পর উদ্ধার হওয়া শিশু আবদুল্লাহ, মা শাহিনা আক্তারকে ফুলসহ উপহার দিয়ে বিদায় জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক শিশুটির মায়ের হাতে উপহারসামগ্রী তুলে দেন।
ফুল ও উপহার দেওয়ার আগে মা ও শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। শিশুটির প্রতি বিশেষ খেয়াল রাখার পরামর্শ দিয়ে হাসপাতালের পরিচালক নাজমুল হক বলেন, ‘শিশুটিকে তার মায়ের কোলে দিতে পেরে আমরা খুবই আনন্দিত।’
গত ২৯ আগস্ট রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন শাহিনা আক্তার নামের এক নারী। শিশুটির নাম রাখা হয় আবদুল্লাহ। ৩১ আগস্ট হাসপাতাল থেকে চুরি হয়ে যায় শিশুটি। পরে ২ সেপ্টেম্বর শিশুটিকে ঢাকার কামরাঙ্গীরচর থেকে উদ্ধার করে শাহবাগ থানার পুলিশ। শাহিনার পাশের বেডে চিকিৎসাধীন এক নারী ও তাঁর পরিবার এই চুরির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
শিশুটির বাবার নাম হিরণ মিয়া। তাঁর বাড়ি ভোলা সদর উপজেলায়। পেশায় তিনি একজন রংমিস্ত্রি। হিরণ স্ত্রীকে নিয়ে থাকেন মিরপুরের রূপনগর এলাকায়। তিনি প্রথম আলোকে বলেন, ‘সন্তানের জন্য সবার দোয়া চাই।’