জলবায়ু সুরক্ষায় আন্তর্জাতিক পুরস্কার পেলেন মেয়র আতিক

আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে অনুষ্ঠিত সি-৪০ সম্মেলনে পুরস্কার গ্রহণ করেন মো. আতিকুল ইসলাম
ছবি: সংগৃহীত

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় কাজ করায় ব্লুমবার্গ ফিলানথ্রপিস অ্যাওয়ার্ড-২০২২ পেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। বিশ্বের বিভিন্ন দেশের মেয়রদের নিয়ে গঠিত বৈশ্বিক প্ল্যাটফর্ম সি-৪০ সিটিস এ পুরস্কার দিয়েছে। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে স্থানীয় সময় গতকাল বুধবার (বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার) এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

ঢাকা উত্তর সিটির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন আজ বিকেলে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে এসব তথ্য জানিয়েছেন। এতে বলা হয়, ‘জলবায়ুর স্থিতিস্থাপকতা নির্মাণ করতে ঐক্যবদ্ধ’ ক্যাটাগরিতে এ পুরস্কার অর্জন করেন আতিকুল ইসলাম। মোট পাঁচটি ক্যাটাগরিতে বিভিন্ন দেশের মেয়রদের এ পুরস্কার দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক পুরস্কার পাওয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘এ স্বীকৃতি পৃথিবীজুড়ে জলবায়ুর ভবিষ্যৎ সংকট মোকাবিলায় সামনে থেকে পথ দেখাবে। আমাদের একটু একটু অবদান সমন্বিতভাবে পৃথিবীকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাসযোগ্য করে তুলবে।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ দপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা উত্তরের উন্মুক্ত স্থানগুলোর আধুনিকায়ন, উন্নয়ন ও সবুজায়ন প্রকল্পের আওতায় ১৮টি পার্ক, ৪টি খেলার মাঠ, ৫০টি গণশৌচাগার নির্মাণ ও ২৩টি বিদ্যমান গণশৌচাগারের উন্নয়ন, ২টি কবরস্থানের উন্নয়ন ও ১টি পশু জবাইখানা উন্নয়ন কার্যক্রম এই পুরস্কার প্রাপ্তিতে ভূমিকা রেখেছে।

ব্লুমবার্গ ফিলানথ্রপিস বিশ্বের ১৭৩টি দেশের ৯৪১টি শহরে তাদের কার্যক্রম পরিচালনা করছে। তাদের লক্ষ্য সর্বাধিকসংখ্যক মানুষের জন্য কীভাবে আরও ভালো ও দীর্ঘ জীবন নিশ্চিত করা যায়। দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে সংস্থাটি কলা, শিক্ষা, পরিবেশ, সরকারি উদ্ভাবন ও জনস্বাস্থ্য নিয়ে কাজ করে।