‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ফাইল ছবি

‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ওপর হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের আজকের কর্মসূচিতে পুলিশের লাঠিপেটার নিন্দা জানিয়েছে তারা।

আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সংগঠন নয় এবং এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। হামলার সঙ্গে জড়িত উক্ত সংগঠনের শিক্ষার্থীদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনতিবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।

পাশাপাশি সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতার ওপর হামলার প্রতিবাদে আজ সংক্ষুব্ধ ছাত্র-জনতার কর্মসূচিতে পুলিশের হামলার নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তা ও নির্দেশদাতাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে তারা।

‘সংক্ষুব্ধ ছাত্র-জনতার’ ব্যানারে একদল বিক্ষোভকারী সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে তাঁদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ
ছবি: শুভ্রকান্তি দাশ
আরও পড়ুন

গতকাল বুধবার সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতার ওপর হামলার প্রতিবাদে সংক্ষুব্ধ ছাত্র-জনতার ব্যানারে আজ বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। বিক্ষোভকারীরা বৃহস্পতিবার সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে তাঁদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় বিক্ষোভকারীদের লাঠিপেটা করা হয়। এ ছাড়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে।

গতকাল ও আজকের হামলায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন